যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায়
যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় অথবা আপনার পাসপোর্ট চুরি হয়ে যায় তাহলে আপনি কি কি করবেন?
যেহেতু পাসপোর্ট একটি সেনসিটিভ জিনিস খুবই কার্যকরী।সেহেতু আপনার পাসপোর্ট হারিয়ে গেলে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন, অথবা আপনার পাসপোর্ট নিয়ে কেউ এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারে খুব সহজে।
পেইজ সূচীপত্র
- আপনার পাসপোর্ট নতুন করে তুলতে হলে কি কি নিয়ম অনুসরণ করতে হবে
- আপনার কাছে যদি এরকম কোন ইনফরমেশনই না থাকে তাহলে আপনি কি করবেন
- অনলাইনে রি ইস্যুর জন্য কিভাবে আবেদন করতে হয়
আপনার পাসপোর্ট নতুন করে তুলতে হলে কি কি নিয়ম অনুসরণ করতে হবে
- আপনি যদি আপনার পাসপোর্ট দেশের মধ্যে হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার নিকটস্থ থানায় যেতে হবে।আপনি যে থানায় বসবাসরত অবস্থায় পাসপোর্টটি হারিয়েছেন অবশ্যই সেই নিকটস্থ থানায় আপনি যোগাযোগ করবেন। সেই থানায় যোগাযোগ করে একটি জিডি করতে হবে।জিডি জিডি করার সময় সেখানে কিছু ইনফরমেশন দিতে হবে।
- পাসপোর্ট এর একটি ফটোকপি সেখানে দিতে হবে, কোনভাবে আপনার কাছে পাসপোর্ট এর ফটোকপি যদি না করা থাকে তাহলে সে ক্ষেত্রে আপনার মোবাইলে যদি কোন ছবি উঠানো থাকে তাহলে সেই ছবি দিতে হবে।যদি আপনার কাছে ছবিও না উঠানো থাকে তাহলে পাসপোর্ট এর বিভিন্ন ইনফরমেশন দিতে হবে যেমন পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুর তারিখ, পাসপোর্ট এক্সপায়ার ডেট ইত্যাদি।
আপনার কাছে যদি এরকম কোন ইনফরমেশনই না থাকে তাহলে আপনি কি করবেন
- সে ক্ষেত্রে আপনাকে সর্ব প্রথম পাসপোর্ট অফিসে যেতে হবে সেখানে আপনি পাসপোর্ট করার সময় আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, সেখানে আপনি যাওয়ার সময় অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড সাথে নিয়ে যাবেন।তারপর আপনি তাদেরকে জানাবেন যে আপনার পাসপোর্টটি কোনভাবে হারিয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমি এই মুহূর্তে পাসপোর্ট এর কোন রকম ইনফরমেশন ছাড়া থানায় জিডি করতে পারছি না। তখন আপনার সবকিছু তারা যাচাই করার পর আপনার যাবতীয় তথ্যগুলো আপনাকে দিবে এবং সেই তথ্যগুলো নিয়ে আপনি থানায় গিয়ে জিডি করতে পারবেন।থানায় জিডি করার পর সর্বপ্রথম আপনাকে রি ইস্যুর জন্য আবেদন করতে হবে।অনলাইনে রি ইস্যুর জন্য আবেদন করলে আপনাকে সম্পূর্ণ একটি নতুন পাসপোর্ট তারা প্রদান করবে।
অনলাইনে রি ইস্যুর জন্য কিভাবে আবেদন করতে হয়
সর্বপ্রথম অনলাইনে ইউটিউবে গিয়ে আপনি রি ইস্যুর জন্য আবেদন লিখে সার্চ করবেন। তারপর যেভাবে আগের আবেদন করেছিলেন একইভাবে আপনি এখানে যাবেন- তারপর id ডকুমেন্ট নামের একটি অপশন আসবে।তারপর ওখানে লেখা দেখাবে সিলেক্ট 'ইস্যু রিসেন্ট এর জায়গায় লস্ট টলেন' সিলেক্ট করে নিবেন . তারপর আপনি জিডি নাম্বার দিবেন। বিভাগ দিবেন, পুলিশ স্টেশন যেখানে আপনি জিডি করেছিলেন, তারপর আপনি পাসপোর্ট ইস্যুর তারিখ টা দিবেন, পাসপোর্ট এর নাম্বারটা দেবেন।এভাবে আপনি খুব সহজেই রি ইস্যু আবেদনটি করতে পারবেন।
- যখন আপনি রি-ইস্যুর জন্য আবেদন করবেন এবং সেখানে জানাবেন যে আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। পাসপোর্ট কর্তৃপক্ষ হতে তখন সব জায়গাতে একটি জারি করবে। প্রত্যেকটি বিমানবন্দর এবং কোট কর্তৃপক্ষকে জারি করে দেবে, যে এর মাধ্যমে অন্য কোন মানুষ বিদেশে না যেতে পারে অথবা কোন ক্রাইম না করতে পারে।তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, চোখের আইরিশ দিবেন যা কিছু লাগে সবকিছু কার্যক্রম সম্পন্ন করার কিছু দিনের মধ্যে আপনার ফোনে একটি এসএমএস আসবে। তারপর আপনি নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে সেটি সংগ্রহ করে নিবেন।
Teachy Learning এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url