বাংলা আর্টিকেল লেখার নিয়ম
আর্টিকেল কথাটি খুব ছোট এবং সহজে উচ্চারন করা গেলেও এটি লেখার বিষয়টি সম্পূর্ন রুপে আলাদা-
পাঠকরা নির্দিষ্ট ওয়েবসাইটে না গিয়ে গুগল এ সার্চ করে আর্টিকেল পড়তে পছন্দ করেন। প্রথমে যে বিষয় জানতে চান, সে বিষয়ে অনুসন্ধান করে।প্রথমে যে কয়টি 'রেজাল্ট' আসে সেগুলই সবাই পড়ে।বিভিন্ন টুল ব্যবহার করে সহজেই উপলব্ধি করা যায় যে, পাঠক কোন বিষয় গুলো সবচেয়ে বেশি গুগলে সার্চ করেছে।
২. আর্টিকেলের আকর্ষণীয় টাইটেলঃ-
আপনি যে বিষয়ে লিখতে চাচ্ছেন অবশ্যই তার একটি শিরোনাম রয়েছে। খুব চিন্তাধারার মাধ্যমে এই শিরোনামটি উপস্থাপন করতে হবে।প্রতি ৫ জন পাঠকের মধ্যে ৪ জনই চলে যায় শিরোনাম অপছন্দ হওয়ার জন্য।এজন্য খুব অল্প কথায় গুছিয়ে শিরোনাম লিখতে হবে।
৩. কপিরাইট হতে সাবধানঃ-
সব সময় নিজের মতো করে গুছিয়ে খুব সহজ ভাষায়, নিজেই উপস্থাপন করার চেষ্টা করুন। অন্যদিকে গুগল থেকে কোনো ছবি ডাউনলোড করার আগে সরাসরি ডাউনলোড করবেন না,সেটি 'ক্রিয়েটিভ কমন লাইসেন্স' যুক্ত কি না সেটি যাচাই করে তারপর পোস্টে যুক্ত করুন
৪.প্রয়োজনীয় তথ্য উপস্থাপনঃ-
সব সময় অল্প কথায় বড় বড় বিষয় গুলো সহজে বাখ্যা করতে পারাই মূলত প্রয়োজনীয় উপস্থাপন বলে বিবেচিত হয়।পাঠকরা সব সময় সঠিক জিনিস টি চাইবে তবে,সেটি অল্পের মধ্যে সীমাবদ্ধ সম্পন্ন।এতে পাঠরা পড়তে আগ্রহ প্রকাশ করে এবং আনন্দের সহিত প্রয়োজনীয় তথ্যটি পড়তে পারে।
৫. আর্টিকেল লেখার সময় এটি অবশ্যই খেয়াল রাখতে হবে - আর্টিকেল টি প্যারা আকারে হচ্ছে কও না এবং প্রত্যেক ৫-৬ লাইন পরপর একটি করে প্যারা তৈরী করতে হবে। যখন অল্প কিছু লাইন নিয়ে প্যারা তৈরী হবে, তখন আর্টিকেল এর সৌন্দর্য আরোও বেড়ে যাবে।
৬.আর্টিকেল লেখার সময় আপনি চিন্তা করবেন-পাঠক আপনার সামনে বসে আছে। অর্থাৎ আপনি আর পাঠক সামনাসামনি বসে গল্প করছেন এরকম উদ্দীপনা পাঠকের মনে সৃষ্টি করাতে হবে।
৭.অবশ্যই চেষ্টা করবেন জটিল বিষয়টি খুব সহজ মাধ্যম দ্বারা পাঠক এর নিকট উপস্থাপন করার জন্য।অন্যদিকে লেখা গুলো সব সময় নরমাল ফ্রন্ট এর মধ্যে ব্যবহার করার,কারন অতিরিক্ত অপ্রাসঙ্গিক কালার সবাই পছন্দ করে না বরং এতে পাঠকরা বিরক্ত হয়।
Teachy Learning এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url