তিসি বীজ এর উপকারীতা
তিসি তেল ও আঁশ উৎপাদনকারী গুল্ম জাতীয় উদ্ভিদ।ইংরেজিতে একে Flax বলে।
তিসি বীজঃ বর্তমান সমাজে যারা স্বাথ্য নিয়ে সচেতন, তাদের বেশির ভাগ মানুষই তিসির ' চমৎকারিত্ব' সম্পর্কে জানেন।
তিসি বীজ সম্পর্কে বলা হয়, এটি নবীন ও প্রবীণদের খাদ্যে প্রোটিন একটি দারুন উৎস। এটি সকলের মনে এটি জায়গা করে নিয়েছে। এটি ক্রমে বাজারের শেলফে কনফেকশনারি,সিরিয়ালি এবং এনার্জি বার হিসেবে জায়গা করে নিয়েছে। কৃষকরা এখন উন্নত মানের বীজ উৎপাদন করছে।
মিশরীয়রা মৃতদেহ সংরক্ষন এবং মুড়ে ফেলার জন্য কবর দেওয়ার প্রক্কালে মমি করার সময় তিসি এবং কাপড় (লিলেন) ব্যবহার করত বলে জানা যায়। কাজেই একথা বললে ভুল হবে না,তিসির বীজের ইতিহাসের মতই প্রাচীন।
তিসি বীজ সম্পর্কে কিছু তথ্যঃ তিসির কান্ড থেকে তন্তু বা ফাইবার পাওয়া যায়।
Teachy Learning এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url